ঢাকা ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রধানমন্ত্রীর জন্মদিন ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল
প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৩
মনজু বিজয় চৌধুরী॥ ঝিনাইদহের শৈলকুপায় মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার কবিরপুর ডাউল মিল মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটি ও বিশ্বাস বিল্ডার্স এবং দৈনিক কালবেলা পত্রিকার এমডি আলহাজ্ব নজরুল ইসলাম দুলাল।
অনুষ্ঠানে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিন (ঈদে মিলাদুন্নবী) উপলক্ষ্যে আলোচনা ও বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়।
এর আগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভায় জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
কর্মীসভায় বক্তারা বলেন আগামী ৫ অক্টোবর শৈলকুপায় বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। এ জনসভায় সবাইকে উপস্থিত থাকতে বলা হয়েছে ।।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ শৈলকুপা আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জনতার প্রিয় নেতা আলহাজ্ব নজরুল ইসলাম দুলাল কে শৈলকুপা উপজেলার সর্বস্তরের জনগণ তাকে এমপি হিসেবে পেতে চান ।।