র‌্যাব-৯, সিলেট এর পৃথক দু’টি অভিযানে ৯২৬বোতল বিদেশী মদসহ ২ জন মাদকব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৩

র‌্যাব-৯, সিলেট এর পৃথক দু’টি অভিযানে ৯২৬বোতল বিদেশী মদসহ ২ জন মাদকব্যবসায়ী গ্রেফতার

মনজু বিজয় চৌধুরী॥ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন,অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভুমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯, সিলেট এর পৃথক দু’টি অভিযানেসুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার ও সদর থানাধীন এলাকা থেকে ৯২৬ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জকোম্পানীরএকটি আভিযানিক দল গত ২৮সেপ্টেম্বর২০২৩ ইং তারিখ ভোরআনুমানিক ০৪:৫৫ ঘটিকার সময়সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানাধীন মৌলারপাড়এলাকায়অভিযান পরিচালনা করে৯৫বোতল বিদেশী মদউদ্ধার পূর্বক০১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তিসুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার মৌলারপাড় এলাকার বাসিন্দা চাঁন মিয়ার ছেলে ফয়সাল (২২)।দিনের অপর আরেকটি অভিযানে সকাল আনুমানিক ০৬:৩০ ঘটিকার সময় সুনামগঞ্জ জেলার সদর থানাধীন ধারারগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে ৮৩১ বোতল বিদেশী মদসহ ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি গোপালগঞ্জ জেলার মোকছেদপুর থানার পাইকদিয়া এলাকার বাসিন্দা মোসলেম উদ্দিন এর ছেলে রবিউল আলম রণি (৩১)।মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। পরবর্তীআইনগতব্যবস্থা গ্রহণকরারলক্ষ্যে গ্রেফতারকৃত মাদকব্যবসায়ীদের বিরুদ্ধেমাদকদ্রব্য নিয়ন্ত্রণআইন-২০১৮ এরসংশ্লিষ্টধারায় মামলা দায়েরপূর্বকআসামী ও জব্দকৃত আলামতসংশ্লিষ্টথানায় হস্তান্তর করাহয়েছে।

0Shares