ঢাকা ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
গণসমাবেশ সফল করতে শৈলকুপা পৌর মেয়রের সাথে মতবিনিময়
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৩
মনজু বিজয় চৌধুরী॥ বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড জনগনের মাঝে তুলে ধরতে ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে ঝিনাইদহের শৈলকুপায় গণসমাবেশের আয়োজন করা হয়েছে। আগামী ৫ অক্টোবর বিকেলে পৌর এলাকার নতুন বাজারে এ গণসমাবেশ অনুষ্ঠিত হবে।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশ্বাস বিল্ডার্স ও দৈনিক কালবেলা মিডিয়ার এমডি আলহাজ্ব নজরুল ইসলাম দুলালের আয়োজনে গণসমাবেশে প্রধাণ অতিথি থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু।
বিশেষ অতিথি থাকবেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরোয়ার জাহান বাদশাসহ জেলা উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগিতা সংগঠনের নেতৃবৃন্দ।
এ গণসমাবেশ সফল করতে ৩০ সেপ্টেম্বর শনিবার বিকেলে শৈলকুপা পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আশরাফুল আজমের সাথে মতবিনিময় সভা করেন ঝিনাইদহ-১ শৈলকুপা আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল। এসময় তার সাথে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা আগামী সংসদ নির্বাচনে নজরুল ইসলাম দুলালকে নৌকা প্রতিকের সমর্থনে বক্তব্য প্রদান করেন। সেই সাথে আগামী ৫ই অক্টোবর নজরুল ইসলাম দুলালের সমর্থনে ও বর্তমান সরকারের উন্নয়নকে জনগনের সামনে তুলে ধরে যে গণসমাবেশের আয়োজন করা হয়েছে তা সফল করার লক্ষে গণসমাবেশে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দসহ সকলকে উপস্থিত থাকতে আহ্বান জানান।