বিশ্ব শিশু দিবসের উদ্বোধন

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৩

বিশ্ব শিশু দিবসের উদ্বোধন

ডায়াল সিলেট ডেস্ক: কুলাউড়া উপজেলা প্রশাসন ও উপজেলা শিশু একাডেমির আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে দিবসের উদ্বোধন উপলক্ষে শোভাযাত্রা, শিশুদের ছড়া পাঠ প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কুলাউড়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মেহেদী হাসান এর সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (ভার.) মো. আবুল বাসারের পরিচালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, পিআইও মোঃ শিমুল আলী, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার সৌরভ গোস্বামী, সাংবাদিক চৌধুরী আবু সাইদ ফুয়াদ, শিশু বক্তা ফাহমিদা, আয়েশা, নুরি প্রমুখ।
সপ্তাহব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে পথ শিশু, শ্রমজীবি শিশু ও সুবিধা বঞ্চিত শিশু, অটিষ্টিক ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সপ্তাহব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে বলে শিশু একাডেমীসুত্রে জানা গেছে।

0Shares