সিলেট বিস্তারিত মৌলভীবাজারে নদীর পাড়ে গাছ কাটা বন্ধে মানববন্ধন

প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০২৩

সিলেট  বিস্তারিত মৌলভীবাজারে নদীর পাড়ে গাছ কাটা বন্ধে মানববন্ধন

ডায়াল সিলেট ডেস্ক: মৌলভীবাজারের ৮ কিলোমিটার নদীর পাড় এলাকায় বিভিন্ন প্রজাতির গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন।  বুধবার সকাল ১১টায় মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা সড়কে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বেলা ও সচেতন নাগরিক সমাজ এই মানবন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বেলার বিভাগীয় সমন্বয়ক এডভোকেট শাহ শাহেদা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাপার মৌলভীবাজার জেলা সভাপতি অধ্যক্ষ ইকবাল, বাপার জেলা সাধারণ সম্পাদক শিব প্রসন্ন ভট্টাচায্য, কবি পুলক কান্তি ধর, সুরঞ্জিত সুরন প্রমুখ। বক্তারা বলেন, নদীর পাড়ে লাগানো পঞ্চাশোর্ধ গাছগুলো ব্যক্তিগতভাবে লাগানো বলে কেটে নেয়া হচ্ছে। এতে করে নদীর পাড় ভেঙে যাওয়াসহ পরিবেশের ক্ষতি হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডসহ কোন কতৃপক্ষ বিষয়টি জানানে বলে জানা গেছে। এটি দু:খজনক। অবিলম্বে তদন্তপূর্বক গাছ কাটা বন্ধের দাবি জানাচ্ছি।

0Shares