প্রকাশিত: ৪:০৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৯, ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক :: সৌদি আরবে এক সপ্তাহে ১৫ হাজার ২০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আবাসন, কর্ম এবং সীমান্ত নীতিমালা লঙ্ঘনের অভিযোগে ২৮ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবরের মধ্যে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। রবিবার গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অন্তত ৫২৭ জন ছিলেন যারা অবৈধ উপায়ে সীমান্ত পাড়ি দিয়ে সৌদি আরবে অনুপ্রবেশ করেছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৫৫ শতাংশই ইয়েমেনি এবং ৪৩ শতাংশ ইথিওপিয়ার। বাকি ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অবৈধ উপায়ে সীমান্ত দিয়ে সৌদি আরব ত্যাগ করতে গিয়েও গ্রেপ্তার হয়েছেন ৬৬ জন। নীতিমালা ভঙ্গ করে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পরিবহন, আশ্রয় প্রদান এবং চাকরি দেওয়ার অভিযোগেও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ ধরনের নীতিমালা লঙ্ঘন করে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মোট সংখ্যা বর্তমানে ৪৪ হাজার ৪৬২ জন। তাঁদের মধ্যে ৩৬ হাজার ৭১৩ জন পুরুষ এবং ৭ হাজার ৭৪৯ জন নারী। তাঁদের বিচারের আওতায় আনা হচ্ছে।
আরও জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৩৯ হাজার ২১৮ জনকে তাঁদের নিজ নিজ দেশের কূটনৈতিক মিশন থেকে ভ্রমণের নথি পাওয়ার জন্য রেফার করা হয়েছিল। ১ হাজার ৭৪৮ জন এই নথি পাওয়ার প্রক্রিয়ায় ছিলেন এবং ৮ হাজার ৫৮ জনকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, নীতিমালা লঙ্ঘনকারীদের যারা সহায়তা প্রদান করেছে তাঁদের সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত জেল হতে পারে। জরিমানা হতে পারে ১০ লাখ রিয়ালের বেশি। এ ছাড়া সহযোগিতার কাজে ব্যবহৃত পরিবহন ও আবাসনও বাজেয়াপ্ত করা হতে পারে।
মন্ত্রণালয় থেকে ইতিপূর্বে জোর দিয়ে বলা হয়েছিল যে, নীতিমালা লঙ্ঘনকারীদের সাহায্য করা একটি গুরুতর অপরাধ। এ সম্পর্কিত তথ্য প্রদানের জন্য মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ নম্বরে এবং রাজ্যের বাকি অঞ্চলগুলোতে ৯৯৯ কিংবা ৯৯৬ নম্বরে ফোন করার জন্য নাগরিকদের অনুরোধ জানানো হয়।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech