ঢাকা ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
ফিলিস্তিনে ইসরায়েলী বাহিনীর নির্বিচারে বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক : ফিলিস্তিনে ইসরায়েলী বাহিনীর নির্বিচারে বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। ১০/১০/২০২৩ইং সংগঠনের দপ্তর সম্পাদক মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ও মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর যুক্ত বিবৃতিতে ফিলিস্তিনে ইসরায়েলী বাহিনীর নির্বিচারে বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলা বন্ধ করার আহবান জানান।
নেতৃবৃন্দ আরও বলেন, ইসরায়েলের অব্যাহত দখলদারিত্ব, অবৈধ বসতি সম্প্রসারণের মতো ইত্যাকার গর্হিত কর্মকাণ্ড বন্ধ না হলে এ অঞ্চলে কোনরূপ শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা পাবে না। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘দখলদারদের উস্কানি দেওয়া বন্ধ’ করতে হবে।
নেতৃবৃন্দ ফিলিস্তিনে হামলার জন্য যুক্তরাষ্ট্র কর্তৃক ইসরায়েলে যুদ্ধ জাহাজ পাঠানোর ঘটনায়ও তীব্র ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, ভূমিজসন্তান হয়েও ফিলিস্তিনিরা প্রায় শতবর্ষ কাল ধরে ভূঁইফোড় ইহুদী দখলদার বাহিনীর নিকট মার খাচ্ছে প্রতিনিয়ত। যেথায় রক্ত ঝরছে প্রজন্মের পর প্রজন্ম। বর্বর ইহুদিদের গণহত্যার মুখে ইতোপূর্বে প্রায় ৭০ লাখেরও অধিক ফিলিস্তিনি ভূমিজ সন্তান ভিটে-বাড়ী ত্যাগ করে নিকটস্থ আরব দেশসমূহতে পালিয়ে গিয়ে শরণার্থী হয়।
তাই এ সমস্যার আশু সমাধানে বিশ্ব নেতাদের এক চোখা নীতির পরিবর্তন ঘটানো আবশ্যক। উপরন্তু সকলকে একটি টেকসই ও স্থায়ী সমাধানের পথে এগুতে হবে।
নেতৃবৃন্দ জাতিসংঘ, আরব লীগ, ওআইসিসহ মুসলিম দেশসমূহকে কার্যকর প্রতিবাদী ভূমিকায় অবতীর্ণ হয়ে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহবান জানান।