দুর্গাপূজা উপলক্ষে শ্রীমঙ্গল থানা পুলিশের ব্রিফিং প্যারেড

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৩

দুর্গাপূজা উপলক্ষে শ্রীমঙ্গল থানা পুলিশের ব্রিফিং প্যারেড

ডায়াল সিলেট ডেস্ক: শারদীয় দূর্গাপূজা চলাকালীন প্রতিটি পূজাম-প এবং পুরো উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদারের সঞ্চালনায় ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য শ্রীমঙ্গল উপজেলায় এবার ১৭৩ টি পূজাম-পে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে ১৫৮টি সর্বজনীন ও ১৫ টি ব্যক্তিগত পূজাম-প রয়েছে।

0Shares