পূজায় যানজট নিরসনে ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে অভিযান

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৩

পূজায় যানজট নিরসনে ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে অভিযান

ডায়াল সিলেট ডেস্ক: দুর্গাপূজাকে সামনে রেখে যানজট নিরসন ও পথচারীদের নির্বিঘœ চলাচল নিশ্চিত করতে শ্রীমঙ্গল পৌরসভার বিভিন্ন সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টায় পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু’র নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম। এ সময় শহরের ভানুগাছ রোড, স্টেশন রোড এবং হবিগঞ্জ রোডে অভিযান পরিচালনা করে সড়ক ও সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পুনরায় এসব স্থানে স্থাপনা তৈরি ও বিভিন্ন পন্যের পসরা বসিয়ে সাধারণ জনগণের চলাচল বাধাগ্রস্ত না করার আহ্বান জানান নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম। অভিযানে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর মো. আবদুল জব্বার আজাদ ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

0Shares