ঢাকা ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
জেলায় অতিরিক্ত পুলিশ সুপারের যোগদান
প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৩
মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজার জেলায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ সারোআর আলম ।
সোমবার (২৩ অক্টোবর) সকালে তিনি পুলিশ সুপার কার্যালয়ে যোগদান করেন। মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব মোঃ মনজুর রহমান পিপিএম (বার) মহোদয় তাকে অত্র জেলায় স্বাগত জানান এবং জেলা পুলিশের পক্ষ থেকে একটি ফুল গাছ শুভেচ্ছা উপহার হিসেবে তুলে দেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোহসিন এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
জনাব মোহাম্মদ সারোআর আলম এর আগে নীলফামারী জেলার সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৩১তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।