বিভিন্ন মন্দিরে পূজা পরিদর্শন রুহি ফাউন্ডেশন টিমের সদস্যরা

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৩

বিভিন্ন মন্দিরে পূজা পরিদর্শন রুহি ফাউন্ডেশন টিমের সদস্যরা

ডায়ালসিলেট ডেস্ক ::  শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে শমশেরনগর এর বিভিন্ন মন্দিরে পূজা পরিদর্শন করেন রুহি ফাউন্ডেশন মৌলভীবাজার জেলার শমশেরনগর বাগান টিম। রুহি ফাউন্ডেশন শমশেরনগর বাগান টিমের সদস্যরা শমশেরনগর এর সব মন্দিরে নিয়জিত থাকবে সেচ্ছা-সেবক হিসাবে, কমলগঞ্জ থানা পুলিশ ও শমশেরনগর পুলিশ ফাঁড়ির অনুমতিপত্র নিয়ে তারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সারা দিনব্যাপি। রুহি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হাজ্বী শাহ্ আলম সাহেব এর পরামর্শে শমশেরনগর এর বিভিন্ন মন্দিরে গিয়ে সেচ্ছা-সেবক এর দায়িত্ব পালন করছেন ফাউন্ডেশনের ভলেন্টিয়ার বৃন্দরা… উক্ত কার্যক্রমের সকল তথ্য ছবি/ভিডিও সকল কিছু সুন্দর ভাবে কাভার করে শমশেরনগর নিউজ চ্যানেল।

0Shares