২৮ অক্টোবর ঢাকায় বড় জমায়েতের প্রস্তুতি সিলেট বিএনপির

প্রকাশিত: ২:৫৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৩

২৮ অক্টোবর ঢাকায় বড় জমায়েতের প্রস্তুতি সিলেট বিএনপির

বাধা এড়াতে ভিন্ন কৌশল

 

ডায়াল সিলেট ডেস্ক :: সরকার পতনের একদফা দাবিতে আগামী ২৮ অক্টোবর (শনিবার) রাজধানীতে মহাসমাবেশ করবে বিএনপি। এই সমাবেশে বড় জমায়েতের প্রস্তুতি নিচ্ছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।

 

সমাবেশে অংশ নিতে বাধা এড়াতে এবার ভিন্ন কৌশল নিয়েছেন বিএনপি নেতারা। দলবদ্ধভাবে ঢাকায় না নিয়ে বিচ্ছিন্নভাবে যাওয়ার জন্য নেতাকর্মীদের দলটির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া প্রতিকূল পরিস্থিতি এড়াতে সমাবেশের দুই একদিন আগেই ঢাকায় চলে যাওয়ার কথা বলা হয়েছে।

 

সিলেট বিএনপি নেতারা জানিয়েছেন, ইতোমধ্যে অনেকে রাজধানীর উদ্দেশ্যে রওয়ানা দিয়ে দিয়েছেন। সিলেট থেকে প্রায় ১০ হাজার নেতাকর্মী এই সমাবেশে যোগ দেবেন বলে জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।

 

এদিকে, সমাবেশের আগে আগামী বৃহস্পতি ও শুক্রবারের ঢাকামূখী বাসের বেশিরভাগ টিকিট বিক্রি হয়ে গেছে জানিয়ে সিলেট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল হক পলাশ বলেন। তিনি বলেন, বাসের টিকিট স্বাভাবিকভাবেই বিক্রি করা হচ্ছে। এব্যাপারে প্রশাসন থেকে কোন নির্দেশনা বা বাধা আসেনি। তবে দুইদিনের বেশিরভাগ টিকিটই ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।

 

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেন, ঢাকার সমাবেশে সিলেট থেকে অন্তত ১০ হাজার নেতাকর্মী যোগ দেবেন। এ ব্যাপারে আমরা নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। দলবেঁধে ঢাকায় না যেতে বলেছি সবাইকে।

 

সমাবেশে যোগ দেওয়ার ব্যাপারে এখন পর্যন্ত কোন বাধা আসেনি জানিয়ে তিনি বলেন, বাধা দিয়েও আমাদের আটকানো যাবে না। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। ফলে আমরা যে কোন উপায়েই সমাবেশে যোগ দেবো।

 

জানা যায়, ২৮ অক্টোবরের সমাবেশের ব্যাপারে মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে সিলেট জেলা ও মহানগর বিএনপি যৌথভাবে প্রস্তুতি সভা করে। এ সভায় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন বিএনপির শীর্ষ নেতারা। যৌথ সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, ড.এনামুল হক চৌধুরী ও আরিফুল হক চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা.শাহরিয়ার হোসেন চৌধুরী ও আবুল কাহের চৌধুরী শামীমসহ সিলেট জেলা ও মহানগর বিএনপির সিনিয়ার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন- সিলেট বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্য নেতাকর্মী ঢাকার মহাসমাবেশ যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দলবদ্ধভাবে নয়, যার যার সুবিধামতো ঢাকায় যেতে পরামর্শ দেওয়া হয়েছে। সমাবেশে যাওয়ার পথে সরকারের বাধার মুখে যাতে পড়তে না হয়, সেজন্য নেতাকর্মীদের দু-তিনদিন আগেই ঢাকায় যাওয়ার জন্য বলা হয়েছে। তিনি আরও বলেন- মহাসমাবেশকে সামনে রেখে সরকার নানা প্রক্রিয়ায় বাধা দিতে পারে, নেতাকর্মীদের গ্রেপ্তার করে ভয়ের পরিবেশ তৈরি করতে পারে। এক্ষেত্রে নেতাকর্মীদের ঢাকায় যেতে যত ধরনের কৌশল আছে, তা গ্রহণ করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

 

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, রাজনৈতিক কর্মসূচীতে অংশ নেয়ার ব্যাপারে আমরা কাউকেই কোন বাধা দিচ্ছি না। তবে কেউ বিশৃঙ্খআ সৃষ্টির চেষ্টা করলে আমরা তা প্রতিহত করবো।

 

0Shares