কমলগঞ্জে পুলিশের উপর হামলার ঘটনায় আটক ৪

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৩

কমলগঞ্জে পুলিশের উপর হামলার ঘটনায় আটক ৪

ডায়ালসিলেট ডেস্ক : মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের উপর হামলার ঘটনায় বিএনপির ৪ জনকে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ।

শনিবার (২৮ অক্টোবর) ভোরে উপজেলার আদমপুর,শমশেরনগর ও শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- খলিল মিয়া (৩২), শাহিন মিয়া (৪২), আজিম উদ্দিন (৩৪) ও প্রনব বদ্ধ (৪০)।

এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার আদমপুর ইউনিয়নের নইনারপারে ছাত্রদলের নেতা ফয়সাল আহমেদের বাসায় বিএনপির নেতা-কর্মীদের এক বৈঠকে ধাওয়া করে পুলিশ। এ সময় বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়েন বলে অভিযোগ পুলিশের। এতে পুলিশের ৪ জন সদস্য আহত হয়েছেন।

এ ঘটনায় শুক্রবার পুলিশ বাদী হয়ে ১২ জনকে আসামি করে ও অজ্ঞাত ৩০-৪০ জন আসামি করে মামলা করেছে। বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, ‘আটকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

0Shares