বিএনপি সমাবেশে পুলিশের হামলা, আগামীকাল সারাদেশে হরতালের ডাক

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৩

বিএনপি সমাবেশে পুলিশের হামলা, আগামীকাল সারাদেশে হরতালের ডাক

 

 

সোহেল আহমদ :: বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে আগামীকাল সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি।

 

 

বেলা ৩টার দিকে নয়াপল্টনের মহাসমাবেশস্থলের মঞ্চ থেকে হরতালের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দলের মিডিয়া সেল থেকে এই তথ্য প্রচার করা হয়।

 

 

ওদিকে হামলা ও সংঘর্ষের কারণে সমাবেশের কার্যক্রম বন্ধ হয়ে যায়। বিএনপির অভিযোগ, পুলিশ কাকরাইল মোড় থেকে ধীরে ধীরে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ছুড়তে ছুড়তে পল্টনের দিকে এগিয়ে যায়।

 

 

এক সময় মুহুর্মুহু রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ছুড়তে থাকে। অন্যদিকে শান্তিনগরসহ কয়েকটি এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গেও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে।

 

 

বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ ও আওয়ামীলীগ একসঙ্গে হামলা চালায়।

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ