মৌলভীবাজার জামায়াতের নায়েবে আমির গ্রেফতার

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৩

মৌলভীবাজার জামায়াতের নায়েবে আমির গ্রেফতার

ডায়ালসিলেট ডেস্ক :  জামায়াতে ইসলাম মৌলভীবাজার জেলা নায়েবে আমির, জুড়ী উপজেলার সাবেক আমির মাওলানা আব্দুর রহমানকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। জুড়ী থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ শনিবার রাত প্রায় দেড়টার দিকে জুড়ী শহর থেকে তাকে গ্রেফতার করে। তিনি গত ৬ অক্টোবর জুড়ী থানায় দায়ের করা একটি মামলার ৯ নং ওয়ারেন্ট ভূক্ত আসামী।
পুলিশ সূত্রে জানা যায়, গত ০৫ অক্টোবর তত্বাবধায়ক সরকারের দাবীতে জুড়ীতে মিছিল করে জামায়াতে ইসলাম। মিছিল থেকে পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়া ও হত্যার উদ্দেশ্যে পুলিশের উপর আক্রমনের অভিযোগে জুড়ী থানার এস. আই খসরুল আলম বাদল বাদী হয়ে ২৮ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামী করে মামলা করেন।
জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, নাশকতা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী হওয়ার কারনে তাকে গ্রেফতার করা হয়েছে।

0Shares