সিলেটের পূর্ব সিলামে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৩

সিলেটের পূর্ব সিলামে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
সালেহ আহমদ (স’লিপক): অবৈধ দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে এবং মসজিদুল আকসা রক্ষা, মজলুম ফিলিস্তিনের প্রতি সমর্থনে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পূর্ব সিলাম বৈরাগীবাজারে শনিবার (২৮ অক্টোবর) বিকালে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
সর্বস্তরের মুসলিম তাওহিদি জনতার ব্যানারে আয়োজিত প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণকারীরা ফিলিস্তিন জিন্দাবাদ ইসরাইল নিপাত যাক, ইসরাইলি আগ্রাসন রুকে দাড়াও জনগণ বলে শ্লোগান দেয়।
মাওলানা হাফেজ মিসবাহ উদ্দিন মখজ্জিলের সভাপতিত্বে প্রতিবাদ সভা বিক্ষোভ মিছিলে স্থানীয় মাদরাসা এবং বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে।
মাওলানা জামাল আহমদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা ছানাওর আলি, মাওলানা আমির উদ্দিন, মোঃ ফয়জুল ইসলাম, মাওলানা হাফিজুল ইসলাম, মাওলানা হাফেজ রাকিব আল হাসান, মাওলানা হাফেজ মুস্তাক আহমদ, মাওলানা জিয়াউর রহমান প্রমুখ।
বক্তারা ইসরাইলি পণ্য বাংলাদেশে সরবরাহ বন্ধ এবং জাতীয় সংসদে ইসরাইলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশের জোর দাবি জানান।
বিক্ষোভ মিছিলটি বৈরাগীবাজারের বিভিন্ন গলি প্রদক্ষিণ করে এসে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়।
পরে শায়খুল হাদিস মাওলানা শাহ্ ফরিদ উদ্দিনের মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।
0Shares