প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৩
মনজু বিজয় চৌধুরী: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে আইন শৃংঙ্খলা পরিস্থতি নিয়ন্ত্রনে রাখতে ও শ্রীমঙ্গল রেল স্টেশনে নাশকতার আশংঙ্খায় কড়া নিরাপত্তায় অবস্থান নিয়েছে ২৪, আনসার ব্যাটালিয়ান, কালাপুর বাহিনী। শহরের গুরুত্ব পূর্ন স্থানেও টহল দিচ্ছে তারা।
রবিবার ২৯ আক্টোবর বিরোধী দলের ডাকা হরতালে সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ ও সাধারন জনগনের জানমালের নিরাপত্তা হিসাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অধিনায়ক( পরিচালক) মুহাম্মদ মেহেদী হাসান বিএ এম, পিএ এম এস ২৪, আনসার ব্যাটেলিয়ান, কালাপুর এর ত্বত্তাবধানে ইসমাইল হোসেন সার্কল অ্যাডজুট্যান্ড, কোম্পানী কমান্ডার অধীনে ১ প্লাটুন আনসার ব্যাটেলিয়ান সদস্য হাবিলদার আব্দুল রাজ্জাক, নায়েক মোকলেছুর রহমান, ব্যাটেলিয়ান আনসার রাজ আহমেদ, মিনারুল ইসলাম, রাব্বি মিয়া, দুলু মিয়া,আরিফুল ইসলাম, নোওয়াজ মিয়া, আল- আমিন১, আল- আমিন২, নাইম মিয়া, আদিল মিয়া, ফজলু মিয়া, ৫ নং কলাপুর ইউনিয়নের আনসার ও ভিডিপির দলনেতা মনছুর আহমদ টহল দিচ্ছেন। যাত্রীদের নিরাপত্তা ও ট্রেনে নিরাপদে উঠার জন্য সহযোগীতা করছেন তারা। গতকাল কুলাউড়া রেলওয়ে জংশনে সন্ত্রাসী কর্তৃক অগ্নি সংযোগের কারনে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে নিরাপত্তা ব্যবস্থায় ২৪, আনসার ব্যাটালিয়ান, কালাপুর সতর্ক অবস্থানে নিয়েছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech