প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৩
নাশকতার মামলায় গ্রেপ্তার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আদালতে হাজির করেছে পুলিশ।
রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৮টা ১০ মিনিটে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় থেকে মির্জা ফখরুলকে আদালতে হাজির করা হয়। ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালতে মামলার বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়েছে।
রোববার সকালে গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে আটক করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম বলেছেন, ‘সকালে গোয়েন্দা পুলিশের (ডিবি) লোকজন একবার বাসায় আসে। তখন মির্জা ফখরুল ইসলামসহ বাসার সবার সঙ্গে কথা বলে। এরপর সিসি ক্যামেরার ফুটেজ, কম্পিউটারের হার্ড ডিস্ক নিয়ে ভবনের নিচে চলে যায়। এর ঠিক ১০ মিনিট পর আবার ফিরে এসে তাকে (মির্জা ফখরুল) আটক করে নিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘মির্জা ফখরুল প্রচণ্ড অসুস্থ, ৭৫ বছর বয়সী মানুষ। তার চিকিৎসা চলছে। এভাবে তুলে নিয়ে যাবে, তা মেনে নিতে পারছি না। আশা করব, জিজ্ঞাসাবাদ শেষে যেন তাকে ছেড়ে দেওয়া হয়।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech