জুড়ীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৩

জুড়ীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

ডায়ালসিলেট ডেস্ক :  ঢাকায় বিএনপির অগ্নিসন্ত্রাস, পুলিশ হত্যা, জাতীয় সম্পদ ভাঙচুর, পথচারী ও সাংবাদিকের উপর হামলা-নৈরাজ্যের প্রতিবাদে ও হরতালের বিরুদ্ধে মৌলভীবাজারের জুড়ীতে শান্তি সমাবেশ ও মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ।
রোববার দুপুর ১২ টায় দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে উপজেলা শহর প্রদক্ষিণ করে কার্যালয়ের সামনে শান্তি সমাবেশে মিলিত হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া, সহ-সভাপতি জাকির আহমদ কালা, যুগ্ম সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস, বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা কৃষকলীগের সভাপতি আতিকুর রহমান, শ্রমিক লীগের আহ্বায়ক মিজানুর রহমান খোকন, যুবলীগ সভাপতি মামুনুন রশীদ সাজুসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।

0Shares