শ্রীমঙ্গলে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৩

শ্রীমঙ্গলে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ

ডায়াল সিলেট ডেস্ক :: দ্বিতীয় দফায় সারা দেশে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার টানা অবরোধের প্রথম দিনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সফল করার চেষ্টা করেছে বিএনপির নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ঘটনাস্থল ত্যাগ করে তারা।
রবিবার শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোডস্থ ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে মাঝখানে টায়ারে আগুন জ্বালিয়ে দেয় বিএনপি নেতাকর্মীরা। তবে শহরে যানবাহন চলাচল রয়েছে স্বাভাবিক।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সর্দার বলেন, ‘সকালে হবিগঞ্জ রোডস্থ ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে বিশৃঙ্খলাকারী টায়ার পুড়িয়ে ফেলে অবরোধ করার চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে কাউকে পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যানমাল রক্ষার স্বার্থে সকল জায়গায় রয়েছে পুলিশ। শ্রীমঙ্গলের আইনশৃঙ্খলা রক্ষায় ২৪ ঘণ্টা একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি মোতায়েন রয়েছে। পাশাপাশি পুলিশ, র‌্যাব, আনসার বাহিনী তৎপর রয়েছে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ