পুলিশের খাঁচায় ‘ফুল’

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৩

পুলিশের খাঁচায় ‘ফুল’

ডায়াল সিলেট ডেস্ক : মৌলভীবাজারের কুলাউড়া থানাপুলিশের অভিযানে ক কুখ্যাত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।বুধবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের বিজয়া এলাকা থেকে মোস্তাফিজুর রহমান ফুল (৩৫) নামের ওই ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ।ফুল উত্তর জয়পাশা গ্রামের মৃত মন্তর আলীর ছেলে।থানা সূত্রে জানা যায়, থানার ওসি মো. আব্দুছ ছালেকের সার্বিক দিকনির্দেশনায় এএসআই মো. নাজমুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ বুধবার বিকেলে জয়চণ্ডী ইউনিয়ন এলাকায় এক অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের বিজয়া এলাকা থেকে পলাতক কুখ্যাত ছিনতাইকারী ফুলকে গ্রেফতার করা হয়। এএসআই মো. নাজমুল হোসেন জানান, ফুলের বিরুদ্ধে একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।

0Shares