প্রকাশিত: ৩:১৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা এখন সর্বকালের মধ্যে সর্বোচ্চ। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছেন মোট ১৩ হাজার ৫৬৩ জন বাংলাদেশি শিক্ষার্থী। মঙ্গলবার নিজস্ব ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়ে প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদন ওপেন ডোরস রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জের বরাতে এ কথা ঘোষণা করতে পেরে যুক্তরাষ্ট্র দূতাবাস আনন্দিত যে, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে শিক্ষার জন্য আমেরিকাকে বেছে নিয়েছেন ১৩ হাজার ৫৬৩ জন বাংলাদেশি শিক্ষার্থী। চলতি বছর যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের অধ্যয়নের এই সংখ্যা আগের শিক্ষাবর্ষের (২০২১-২০২২) চেয়ে ২৮ শতাংশ বেশি। আর সামগ্রিকভাবে বৃদ্ধির ক্ষেত্রে বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ।
দূতাবাস জানায়, আন্ডারগ্রাজুয়েট বা স্নাতক পর্যায়ের বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যাও ৫০ শতাংশের বেশি বেড়েছে। দেশটিতে আন্ডারগ্রাজুয়েটে (স্নাতক এবং সংশ্লিষ্ট ডিগ্রি) ভর্তি হয়েছেন মোট দুই হাজার ৫০০ শিক্ষার্থী। মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অধ্যয়ন করছেন প্রায় ১০ হাজার বাংলাদেশি। এতে করে যুক্তরাষ্ট্রে স্নাতক শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বিশ্বের মধ্যে সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ।
গত এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৩০০ শতাংশ। ২০১১-২০১২ শিক্ষাবর্ষের তিন হাজার ৩১৪ জন শিক্ষার্থী থেকে বেড়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৬৩ জনে।
এ প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, আরও বেশি সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রকে বেছে নেওয়ায় আমরা উচ্ছ্বসিত। বাংলাদেশি শিক্ষার্থীরা যুগান্তকারী গবেষণায় জড়িত হওয়া থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ক্যাম্পাসের জীবনকে সমৃদ্ধ করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো জুড়ে দুর্দান্ত সাফল্য অর্জন করে চলেছে।
মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ব্যুরো এবং ইন্টারন্যাশনাল এডুকেশন ইন্সটিটিউট যৌথভাবে বার্ষিক ওপেন ডোরস রিপোর্ট প্রকাশ করে থাকে। যেখানে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে এবং প্রি-অ্যাকাডেমিক ইনটেনসিভ ইংলিশ প্রোগ্রামে ভর্তি হওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা নথিভুক্ত করা হয়।
যুক্তরাষ্ট্রে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সংখ্যা দশ লাখ ছাড়িয়েছে। এছাড়া মোট শিক্ষার্থীর সংখ্যা করোনা মহামারির আগের পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে পড়তে আসা আন্তর্জাতিক শিক্ষার্থীদের দ্রুততম বৃদ্ধির হার গত চার দশকের মধ্যে সর্বোচ্চ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech