ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
নির্বাচন কমিশনের ফরমায়েশি তফসিল বাতিলের দাবিতে বাম জোটের বিক্ষোভ মৌলভীবাজারে
প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক : প্রহসনের নির্বাচনের ফরমায়েশি তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও দল নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অনুষ্ঠিত ১৬ নভেম্বরের অর্ধদিবস হরতালে দেশ্যব্যাপী হামলা-গ্রেপ্তারের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলা শাখার বিক্ষোভ সমাবেশ আজ ২০ নভেম্বর’২৩ সোমবার মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য জহরলাল দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভে সভাপতিত্ব করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক এডভোকেট মঈনুর রহমান মগনু। বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট নিলিমেষ ঘোষ বলু, বাসদ জেলা সদস্য এডভোকেট আবুল হাসান, বাংলাদেশ যুব ইউনিয়ন জেলা সভাপতি আবু রেজা সিদ্দিকী ইমন, বাংলাদেশ কৃষক সমিতি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত দেবনাথ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী। উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা কমিটির সাবেক সভাপতি এডভোকেট মকবুল হোসেন, বাসদ জেলা সদস্য হৃদয় অধিকারী, উদীচী শিল্পী গোষ্ঠী মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রামেন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক সজল আকাশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা শাখার সহসভাপতি প্রিতম দাস ও সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর সহ জোট ভুক্ত দল এবং গণসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিগত ১৫ বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে থাকা আওয়ামী লীগ সরকার জনগণের সকল গণতান্ত্রিক অধিকার হরণ করে জনগণের ভোটাধিকারকে নির্বাসনে পাঠিয়েছে। কথায় কথায় উন্নয়নের ধোয়া তুলে প্রকৃতপক্ষে দেশকে একটা লুটপাটের স্বর্গ রাজ্যে পরিনত করেছে। দ্রব্য মূল্যের উর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাস অবস্থা। সিন্ডিকেট না ভেঙে বরং সিন্ডিকেটের পক্ষে সরকার কাজ চালিয়ে যাচ্ছে। এতে করে জনগণের সমর্থন হারিয়েছে সরকার অনেক আগেই।
বিরোধী দলের দাবি ছিলো সকল দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা দল নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে। সরকার নিজেদের আজ্ঞাবহ দাসে পরিনত করেছে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে। ফলে দেশে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত না হওয়ার আগেই তড়িঘড়ি করে ৭ জানুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। বাম গণতান্ত্রিক জোট এই ফরমায়েশি তফসিল প্রত্যাখ্যান করে পরের দিন ১৬ নভেম্বর দেশব্যাপী অর্ধদিবস শান্তিপূর্ণ হরতাল করলে দেশের বিভিন্ন জেলায় পুলিশ এবং সরকারি দলের সন্ত্রাসীরা হামলা করে এবং অনেক নেতাকর্মীদের গ্রেফতারও করা হয়। এর প্রতিবাদে গতকাল যখন দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালিত হয় তখনও রংপুর, খুলনা সহ বিভিন্ন স্থানে হামলা ও গ্রেফতার করা হয়। এমন স্বৈরাচারী চরিত্র পরিহার করে সরকারকে পদত্যাগ করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের আমরা জোর দাবি জানাই।