প্রকাশিত: ২:৪৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক :: ছয়টি ক্যাটাগরিতে রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার পাচ্ছে প্রাণ-আরএফএল গ্রুপের দুটি প্রতিষ্ঠানসহ ২১ শিল্পপ্রতিষ্ঠান। জাতীয় অর্থনীতিতে শিল্প খাতের অবদানের স্বীকৃতি প্রদান, প্রণোদনা সৃষ্টি এবং সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার দেওয়া হবে।
১৫ নভেম্বর (বৃহস্পতিবার) ছয়টি ক্যাটাগরিতে এসব প্রতিষ্ঠানকে নির্বাচিত করে আদেশ জারি করেছে শিল্প মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, এ বছর বৃহৎ শিল্প শ্রেণিতে যৌথভাবে প্রথম হয়েছে তিনটি প্রতিষ্ঠান। সেগুলো হলো— প্রাণ ডেইরি লিমিটেড, ইকোটেক্স লিমিটেড এবং মীর আকতার হোসেন লিমিটেড।
একই শ্রেণিতে দ্বিতীয় হয়েছে স্কয়ার গ্রুপের স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এবং যৌথভাবে তৃতীয় হয়েছে স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেড এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড।
মাঝারি শিল্প শ্রেণিতে প্রথম হয়েছে বেঙ্গল পলি অ্যান্ড পেপার স্যাক লিমিটেড, বসুমতি ডিস্ট্রিবিউশন লিমিটেড দ্বিতীয় এবং এপিএস অ্যাপারেলস লিমিটেড তৃতীয়।
ক্ষুদ্র শিল্পে প্রথম হয়েছে যৌথভাবে রিলায়েবল বিল্ডার্স লিমিটেড এবং কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড। দ্বিতীয় রংপুর ফাউন্ড্রি লিমিটেড এবং গুনজে ইউনাইটেড লিমিটেড।
মাইক্রো শিল্প শ্রেণিতে ফারিহা গ্রীন মুড লেদারস লিমিটেড, এবিএম ওয়াটার কোম্পানি এবং ডিপলেড ল্যাবরেটরিজ লিমিটেড যথাক্রমে প্রথম দ্বিতীয় ও তৃতীয় হয়েছে।
অন্যদিকে, কুটির শিল্পে ব্লু-স্টার অ্যাগ্রো প্রোডাক্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, প্রীতি বিউটি পার্লার ও লেহাজ সালমা যুব মহিলা কল্যাণ সংস্থা যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচিত হয়েছে। এছাড়া হাইটেক শিল্প শ্রেণিতে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে প্রথম নির্বাচিত হয়েছে বিজ সলিউশন লিমিটেড।
শিল্প মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ পুরস্কার দেওয়ার তারিখ এখনো চূড়ান্ত হয়নি। প্রাথমিকভাবে পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানকে সম্মাননাপত্র ও ক্রেস্ট দেওয়া হবে। রাষ্ট্রপতি উপস্থিত থেকে যেন এ পুরস্কার দেন তার কাছে এমন সম্মতি চাওয়া হবে বলে জানান মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech