মৌলভীবাজারের ৪টি সংসদীয় আসনে বুধবার পর্যন্ত ২৩ জন প্রার্থী

প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৩

মৌলভীবাজারের ৪টি সংসদীয় আসনে বুধবার পর্যন্ত ২৩ জন প্রার্থী

ডায়াল সিলেট ডেস্ক :: মৌলভীবাজারের ৪টি সংসদীয় আসনে বুধবার পর্যন্ত ২৩ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। বুধবার জমা পড়েছে ২টি।

মনোনয়ন ক্রয়কৃতরা হলেন, মৌলভীবাজার-১ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান এমপি মো. শাহাব উদ্দীন, জাতীয় পার্টির আহমদ রিয়াজ, ফারুক আহমদ (স্বতন্ত), মো: ময়নুল ইসলাম (স্বতন্ত্র) ও মো: আনোয়ার হোসেন। এ আসনের কোনো প্রার্থী বুধবার পর্যন্ত মনোনয়নপত্র জমা দেননি।

মৌলভীবাজার-২ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেল, আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী এ কে এম শফি আহমদ (স্বতন্ত্র), সাবেক সাংসদ আওয়ামীলীগ বিদ্রোহী আব্দুল মতিন (স্বতন্ত্র), জাসদের মো: বদরুল হোসেন, ইসলামী ঐক্যজোটের মাওলানা আসলাম হোসাইন রহমানী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আব্দুল মোত্তাকিম তামিম, বিকল্প ধারার বাংলাদেশ মো: কামরুজ্জামান সিমু, তৃণমূল বিএনপি’র এম এম শাহীন। এ আসন থেকে জাসদের মো: বদরুল হোসেন বুধবার মনোনয়ন জমা দেন।

মৌলভীবাজার-৩ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান, আওয়ামীলীগ বিদ্রোহী মোহাম্মদ আব্দুর রহিম শহিদ (সিআইপি), জাতীয় পার্টির আলতাফুর রহমান, রুহুল আমিন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট থেকে ফাহাদ আলম, জাসদ থেকে আব্দুল মোছাব্বির ও ছাদিকুর রহমান (স্বতন্ত্র)। এ আসন থেকে জাসদের আব্দুল মোছাব্বির বুধবার মনোনয়ন জমা দিয়েছেন।

মৌলভীবাজার-৪ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান এমপি উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ, নজরুল ইসলাম (স্বতন্ত্র) ও ইসলামী ঐক্যজোট আনোয়ার হোসাইন। বুধবার পর্যন্ত এ আসন থেকে কেউ মনোনয়ন জমা দেননি।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ