২ জাসদ নেতা জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিলেন

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৩

২ জাসদ নেতা জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিলেন

মৌলভীবাজার জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মৌলভীবাজার ৩ ( সদর – রাজনগর আসন থেকে জেলা জাসদ সদস্য যুক্তরাষ্ট্র জাসদের প্রতিষ্টাতা সভাপতি আব্দুল মোছাব্বির জাসদের পক্ষ থেকে মশাল মার্কার প্রার্থী হিসেবে জেলা প্রশাসক ড, উর্মি বিনতে সালামের কাছে মনোনয়নপত্র জমা দেন এবং মৌলভীবাজার ২( কুলাউড়া) আসন থেকে জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক ৯০ এর স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের তোকুর ছাত্রনেতা মৌলভীবাজার জেলা বারের দুইবারের নির্বাচিত সাধারণ সম্পাদক কুলাউড়া উপজেলার মাটি ও মানুষের প্রিয় মুখ এডভোকেট বদরুল হোসেন ইকবাল জাসদের মশাল মার্কার প্রার্থী হিসেবে জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দানকালে তাঁদের সাথে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা জাসদ সভাপতি আব্দুল হক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় জাসদ সদস্য নাজিম উদ্দীন নজরুল যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, মৌলভীবাজার জেলা জাসদ নেতা আশিকুর রহমান ফটিক, শাহ আলম, কুলাউড়া উপজেলা জাসদ সভাপতি রফিকুল ইসলাম টিপু সাধারণ সম্পাদক আলমগীর আলম শাহান, রাজনগর উপজেলা জাসদ সাধারণ সম্পাদক জাতীয় যুবজোট কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মোস্তাক চৌধুরী কমলগঞ্জ উপজেলা জাসদ সাধারণ সম্পাদক শাহজাহান বখ্ত, জেলা জাসদ নেতা পরেশ দেব খেলু, সুভাষ দেব জাতীয় যুবজোট মৌলভীবাজার জেলার সভাপতি জাকির হোসেন খান ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনসহ জাসদ ও যুবজোটে মৌলভীবাজার জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
0Shares