ঢাকা ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
দুই হেভিওয়েট প্রাথীসহ ৪টি আসনে ৩২ জনের মনোনয়ন দাখিল
প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৩
সালেহ আহমদ (স’লিপক): দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মৌলভীবাজারে উৎসব মুখর পরিবেশে ৪টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন দুই হেভিওয়েট প্রার্থীসহ মোট ৩২জন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৪টা কার্যদিবস পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের শেষ মুহুর্ত পর্যন্ত মৌলভীবাজার-১ আসনে ৫জন, মৌলভীবাজার-২ আসনে ১০জন, মৌলভীবাজার-৩ আসনে ১১জন ও মৌলভীবাজার-৪ আসনে ৬জন মিলে মোট ৩২ প্রার্থী মনোনয়ন দাখিল করেন।
মৌলভীবাজার-১ আসনে বর্তমান এমপি মোঃ শাহাবুদ্দিন সহ মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৫ প্রার্থী। তাদের মধ্যে রয়েছে, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে আহমেদ রিয়াজ উদ্দিন, তৃণমূল বিএনপির মোঃ আনোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমদ ও মোঃ ময়নুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মৌলভীবাজার-২ আসনে নৌকা প্রতীক থেকে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। তিনিসহ এ আসনে স্বতন্ত্র ও বিভিন্ন দলের ১০জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান। এছাড়াও তৃণমূল বিএনপি থেকে এম এম শাহীন, জাসদের মোঃ আব্দুল মালিক, মোঃ মাহবুবুল আলম, ইসলামী ঐক্যজোট থেকে মাওলানা আছলাম হোসাইন রাহমানী, জাতীয় পার্টির আব্দুল মালিক, ইসলামী ফ্রন্ট থেকে আব্দুল মোস্তাকিম তামিম, বিকল্প ধারার মোঃ কামরুজ্জামান সিমু এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ থেকে এনামুল হক মাহতাব এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ আব্দুল মতিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মৌলভীবাজার-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জিল্লুর রহমান সহ মোট ১১জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরমধ্যে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী এম.এ রহিম সিআইপি, জাসদের আব্দুল মোসাব্বির, ওয়ার্কাস পার্টির তাপস কুমার ঘোষ, জাতীয় পার্টির দুই নেতা রুহুল আমিন ও আলতাফুর রহমান, জাকের পার্টির আব্দুল কাইয়ুম, ইসলামি ফ্রন্টের আব্দুর রউফ, স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান, এনপিপির মোঃ আবু বকর এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মোঃ ফাহাদ আলম।
মৌলভীবাজার-৪ আসনে মোট মনোনয়ন জমা দিয়েছেন ৬জন প্রার্থী। এরমধ্যে এই আসনের সাবেক হুইপ ও বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ, জাতীয় পার্টির নেতা মোঃ মস্তান মিয়া, স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম, ইসলামী ফ্রন্টের আঃ মুহিত হাসানী, ইসলামিক ঐক্যজোটের মোঃ আনোয়ার হোসাইন এবং জাকের পার্টির মুহিবুর রহমান আজাদ মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এরমধ্যে সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা হয়েছে মৌলভীবাজার-৩ আসনে। এই আসনে মোট ১১জন এবং সবচেয়ে কম মৌলভীবাজার-১ আসনে ৫জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ শেষে আজ জমা দিয়েছেন।