প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৩
বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই’র (নিসচা) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে শুক্রবার বিকেলে উপজেলা শাখার আয়োজনে পৌরশহরে র্যালি, আলোচনা সভা ও সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই ব্যক্তির পরিবারকে উপহার স্বরূপ ছাগল বিতরণ করা হয়েছে।
নিসচা বড়লেখা উপজেলা শাখার সহসভাপতি ও উদযাপন কমিটির আহবায়ক আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদের সঞ্চালনায় ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নিয়াজ উদ্দীন। প্রধান আলোচকের বক্তব্য রাখেন নিসচা বড়লেখা উপজেলা শাখার উপদেষ্টা দৈনিক যুগান্তর ও জালালাবাদের প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আব্দুর রব।
বিশেষ অতিথির বক্তব্য দেন বঙ্গবন্ধু সাংস্কৃতক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ-উল ইসলাম প্রিন্স, পুলিশ সদস্য মুহিত আহমেদ, আতিকুর রহমান, সাংবাদিক এমএম আতিক, নিসচা বড়লেখা শাখার পৃষ্ঠপোষক তপন চৌধুরী, মোহাম্মদ হানিফ পারভেজ, মোহাম্মদ তারেক হাসনাত, আশফাক আহমদ, নিসচার কেন্দ্রীীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাসিম মাহদি।
এছাড়াও বক্তব্য দেন নিসচা’র বড়লেখা শাখার সহ-সভাপতি গোলাম কিবরিয়া, অর্থ সম্পাদক মারুফ হোসাইন, মহিলা বিষয়ক সম্পাদক হালিমাতুন সাদিয়া লিলি, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক নূরে আলম মোহন, সাংস্কৃতিক সম্পাদক অপুজিত দাস, সদস্য জমির উদ্দিন, ওলিউর রহমান পারভেজ, জাকারিয়া আহমদ, শাহরিয়ার শাকিল, সাদিকুর রহমান, শাহাব উদ্দিন, এহসান আহমদ, আব্দুল হামিদ, আফজাল হোসেন রুমেল, এমরান আহমদ প্রমুখ।
পরে নিসচার ৩১ বছরে পদার্পণ উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ দুটি পরিবারের মাঝে দুগ্ধজাত ছাগল বিতরণ করে নিসচা বড়লেখা উপজেলা শাখা।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech