মৌলভীবাজারে রসময় সূত্রধরের ৯০তম জন্মবার্ষিক উৎসব পালিত

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৩

মৌলভীবাজারে রসময় সূত্রধরের ৯০তম জন্মবার্ষিক উৎসব পালিত
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজার সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন ইউপির সাবেক সচিব, সুত্রধর সমাজের প্রবীণব্যক্তিত্ব রসময় সূত্রধরের ৯০তম জন্মবার্ষিক উৎসব পালিত হয়েছে।
শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় মৌলভীবাজার সদর উপজেলার ভুজবলস্থ নিজ বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করে নিকট-আত্মীয়জন ও পরিবারের সদস্যবৃন্দ।
অনুষ্টানে সিলেট বিভাগের সকল জেলা ও উপজেলা থেকে আগত সুত্রধর সমাজের সকল নেতৃবৃন্দ সহ মৌলভীবাজার জেলার বিভিন্ন শ্রেনীপেশার লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রসময় সূত্রধর ১৯৩৩ইং সালের ৩০ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি শ্রীচৈতন্য স্টাডিজ মৌলভীবাজার জেলা সভাপতি, পুজা উদযাপন কমিটি মৌলভীবাজার সদর উপজেলা শাখার সাবেক সভাপতি, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ মৌলভীবাজার সদর উপজেলার সাবেক সহ-সভাপতি ও জেলার সাবেক উপদেষ্টা, জগন্নাথপুর আখড়ার সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা, আজমেরু সার্বজনীন দুর্গা মন্দির স্থায়ী কমিটির সভাপতি, মঙ্গলচণ্ডী দেবী মন্দির স্থায়ী কমিটির সভাপতি সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সেবামূলক কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন এবং আছেন।
0Shares