ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
স্বৈরাচার পতন দিবসে বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলার সমাবেশ
প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক : স্বৈরাচার পতন দিবস উপলক্ষে বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ৬ ডিসেম্বর সকাল ১১টায় শহরস্থ চৌমুহনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক এড.মঈনুর রহমান মগনুর সভাপতিত্বে এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য জহরলাল দত্তের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা কমিটির সভাপতি খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট নিলিমেষ ঘোষ বলু, সিপিবি কুলাউড়া উপজেলা সভাপতি আব্দুল লতিফ, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশী, বাংলাদেশ জাসদ জেলা সভাপতি আ স ম সালেহ সোহেল, কৃষক সমিতি জেলার সাংগঠনিক সম্পাদক সুজিত দেবনাথ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী প্রমুখ।
সমাবেশে বক্তারা নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন, পুনঃতফসিল ঘোষণা,জনগণের ভোটাধিকার রক্ষা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ সহ জনজীবনের সামগ্রিক দাবি বাস্তবায়নের দাবি জানান।