অবরোধের সমর্থনে কমলগঞ্জে ছাত্রদল-যুবদলের মশাল মিছিল

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৩

অবরোধের সমর্থনে কমলগঞ্জে ছাত্রদল-যুবদলের মশাল মিছিল

ডায়াল সিলেট ডেস্ক ::  অবরোধের সমর্থনে মশাল মিছিল করেছে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যার পর আদমপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোহাম্মদ ওয়াসিদের নেতৃত্বে মৌলভীবাজারের কমলগঞ্জে মশাল মিছিল করেছে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।

কমলগঞ্জ-আদমপুর সড়কের আদমপুর বাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করে যুবদল-ছাত্রদল। মিছিলটি সড়ক প্রদক্ষিণ শেষে আদমপুর বাজার এলাকায় অবস্থান নেয় ও কিছু সময় সড়ক অবরোধ করে রাখে। এ সময় মিছিলে নেতাকর্মীরা ফরমায়েসি তফসিল বাতিল, সরকার বিরোধী এবং অবরোধ সফল করতে নানা স্লোগান দেন।

আদমপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোহাম্মদ ওয়াসিদের নেতৃত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সিঃ যুগ্ম আহ্বায়ক শামীর আহমেদ,বাবলু, রহমত মিয়া, সাদ উদ্দীন, ছাত্রদলের সাধারন সম্পাদক মুন্না, যুগ্ম সম্পাদক ইমন, সাংগঠনিক সম্পাদক সৌমিক ছাত্রদল নেতা জীবন সহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যুবদলের আহবায়ক মোহাম্মদ ওয়াসিদ বলেন, নির্বাচনী তফসিল বাতিল ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে শান্তিপূর্ণ নির্বাচনের জন্যই বিএনপিসহ সমমনা দলগুলো শান্তিপূর্ণ আন্দোলন করছে।

0Shares