প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৩
মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজারে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা সিভিল সার্জন চৌধুরী জালালউদ্দিন মুর্শেদ।
সভায় জানানো হয়, আগামী ১২ ডিসেম্বর মৌলভীবাজার জেলার ৭টি উপজেলা, ৩টি পৌরসভা, ৬৭টি ইউনিয়ন ও ২২৮টি ওয়ার্ডে (পৌর সভাসহ) ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়েসী শিশু ২৭ হাজার ৬২৪জন, ১২-১৫ মাস বয়েসী শিশু ২ লক্ষ ১৯ হাজার ২৯৬জন ও ৬-৫৯ বয়েসী ২ লক্ষ ৪৬ হাজার ৯২০ জন শিশু এই ক্যাপসূল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
জেলার মোট ১৬৮৮টি কেন্দ্রে ৭৩০জন সুপারভাইজার, ৩৩৬৮জন স্বেচ্ছাসেবক ও ৪০৯৮ জন কর্মী এই ক্যাম্পেইনে কাজ করবে।
সভায় উপস্থিত ছিলেন- সিভিল সার্জন অফিসের মেডিক্যাল কর্মকর্তা ডা. মুরাদে আলম, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ।
মতামত ও বক্তব্য রাখেন- মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, আকমল হোসেন নিপু, সৈয়দ মহসীন পারভেজ, মু. ইমাদ উদ্দিন, হাসানাত কামাল, এম এ হামিদ প্রমুখ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech