ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
গণজাগরণের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৩
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত হলো গণজাগরণের সাংস্কৃতিক উৎসব।
শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে উৎসব পূর্ব আলোচনা সভা মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে অনলাইনে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
জেলা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক সুপ্রিয়া মিশ্র পরিচালনায় এবং অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সন ও সুশিপ্তা দাশের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ প্রমুখ।
উৎসবে জেলা শিল্পকলা একাডেমী সংগীত, নৃত্য ও আবৃত্তিদল, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, গানঘর, গান পাঠশালা, রবিরাগ, অগ্নিকণা, নূপুর নিক্কন ও শ্রীমঙ্গল নৃত্যালয় অংশগ্রহণ করে।
কবিতা পাঠ করেন কবি আকমল হোসেন নিপু, কবি মুজাহিদ আহমেদ, কবি জয়নাল আবেদীন শিবু। আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী দেবাশীষ চৌধুরী ও ডোরা প্রেন্টিস।