প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৩
মৌলভীবাজার প্রতিনিধি ॥ দ্বাদশ সংসদ নির্বাচনে মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ড নৌকার প্রার্থী মোঃ জিল্লুর রহমানের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।রবিবার (১০ ডিসেম্বর) সিলেট রোডস্থ বড়কাপন কাউন্সিলরের বাসায় রাত ৮টায় মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাসুদ এর সভাপতিত্বে এলাকার মুরব্বি ও যুবসমাজকে নিয়ে এক মতবিনিময় সভায় এ কমিটি গঠন করা হয়।মতবিনিময় সভায় উপস্থিত সভ্যগণের সর্বসম্মতিক্রমে মোঃ মাসুদ কাউন্সিলরকে প্রধান করে ২৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি এবং ৫১ সদস্য বিশিষ্ট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ইং নৌকা সমর্থনে ৯নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।গঠিত কমিটির উপদেষ্টাবৃন্দরা হলেন- বড়কাপন এলাকা থেকে আব্দুর রকিব, মাওঃ হারিছ মিয়া, রফিক মিয়া, হাজী মতলিব, এলাইচ মিয়া, মুর্শেদ জুয়েল, মোস্তফা মিয়া, তাহির মিয়া, তুহিন আহমদ, সালেহ আহমদ, তাজুল ইসলাম ও হারুন মিয়া, পূর্ব হিলালপুর এলাকা থেকে আব্দুল মতিন, শেখেরগাঁও এলাকা থেকে, শেখ তবারক হোসেন, বেলাল রাজা, শেখ আব্দুল মছব্বির, শেখ সুলতান মিয়া ও শেখ আব্দুছ ছালাম, খিদুর এলাকা থেকে মোঃ আলাউদ্দিন, ফারুক আহমেদ ও সজ্জাদ মিয়া, দ্বারক এলাকা থেকে বদরুল ইসলাম ও মোবারক মিয়া এবং উত্তর মোস্তফাপুর এলাকা থেকে আনসার মিয়া।নির্বাচন পরিচালনা কমিটি- বড়কাপন এলাকা থেকে বাবুল, রাশেদ, বদরুল, রাহিম, রুশেদ, আলম, সাহেল, বিশাল, ভুলা, রুমান সদর, পাপ্পু, আনোয়ার চৌঃ, ফয়ছল চৌঃ ও শাহ আলম, শেখেরগাঁও এলাকা থেকে শেখ রানা, শেখ রাহেল, শেখ সাদমান, শেখ জাহাঙ্গীর, খোকন মিয়া, রুহিন, আমির উদ্দিন ও জুয়েল, দ্বারক এলাকা থেকে, রিপন, হাসান, সায়েদ, সুহেল, রনি, ইমন, কাওছার, আজিজ, রেদওয়ান, রাসেল, নাহিদ, মিলন, আছিব, জোয়াইদ, ইফতি, তপু ও জাহিদ, মোস্তফাপুর এলাকা থেকে মিলাদ, দবির, মতিন ও সানু, খিদুর এলাকা থেকে আলাল, মতি, ইমন, জুবেল, নিজাম, দিপু ও সুহেল এবং পূর্ব হিলালপুর এলাকা থেকে শাহীন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech