প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক : মৌলভীবাজার জেলার জুড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৬ ই ডিসেম্বর) ভোরে জুড়ী শিশু পার্কের শহীদ মিনারে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, যুবলীগ, ছাত্রলীগ, স্কুল, কলেজ, মাদ্রাসা, রাজনৈতিক দল, বেসরকারি সংস্থা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এরপর সকাল সাড়ে ৮টায় উপজেলার টিএন খানম সরকারি কলেজ মাঠে আনুষ্টানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন ।
বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভা কক্ষে বীর মুক্তিযাদ্ধাদের সম্মানে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, থানার অফিসার্স ইনচার্জ ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ, কৃষি কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনসুর আলী, একাডেমিক অফিসার মোঃ আলাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, থানার ওসি তদন্ত মোঃ হুমায়ুন কবির, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনফর আলী, তথ্য ও সেবা কমকর্তা নিলুফা ইয়াসমিন, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টাস ইউনিটির সভাপতি ও মাইটিভি প্রতিনিধি মনিরুল ইসলাম, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম প্রমুখ।
এছাড়াও বিজয় দিবসের অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, মুক্তিযোদ্ধে শহিদ পরিবারের সদস্যবৃন্দ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, উপজেলার সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, শিক্ষক- শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech