মৌলভীবাজারে মহান বিজয় দিবস পালিত

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৩

মৌলভীবাজারে মহান বিজয় দিবস পালিত

মনজু বিজয় চৌধুরী, মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারে  স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে মৌলভীবাজার শহরের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন জেলা প্রশাসক, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন প্রতিষ্টান, সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা।

স্মৃতিসৌধ বেদীতলে ও গণকবরে স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের উদ্দেশে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মৌলভীবাজার -৩ (সদর রাজনগর) আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত মহিলা আসন ( হবিগঞ্জ- মৌলভীবাজার) এমপি সৈয়দা জহুরা আলা উদ্দিন,জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মো; মনজুর রহমান পিপিএমবার, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, নৌকার প্রার্থী,মোহাম্মদ জিল্লুর রহমান,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার, জেলা যুবলঅগের সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমান,সহ প্রেসক্লাব, স্থানীয় জনপ্রতিনিধি,বিভিন্ন দপ্তর প্রধান,বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষক- শিক্ষার্থীরা প্রমুখ।

এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন সংগঠন।

পরে সকাল সাড়ে ৮টায় এম সাইফর রহমান ষ্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রদর্শন ও পুরস্কার বিতরণ করা হয়।

0Shares