প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক :: দেশের দ্বিতীয় সর্বোচ্চ করদাতা হিসেবে রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হলেন মেসার্স মো. জামিল ইকবাল-এর ম্যানেজিং পার্টনার এবং এনআরবি ব্যাংক লিমিটেডের পরিচালক মোহাম্মদ জাহেদ ইকবাল। ২০২২-২০২৩ কর বছরে ফার্ম ক্যাটাগরিতে সারাদেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়েছেন তিনি।
বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আয়োজিত ২০২২-২০২৩ কর বছরের ‘জাতীয় ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে মেসার্স মো. জামিল ইকবাল-এর ম্যানেজিং পার্টনার মোহাম্মদ জাহেদ ইকবালের নিকট ট্যাক্স কার্ড ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উল্লেখ্য, উক্ত প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ে ফার্ম ক্যাটাগরিতে ২০২০-২০২১ কর বছরে দ্বিতীয় এবং ২০২১-২০২২ কর বছরে তৃতীয় সেরা করদাতার সম্মান অর্জন করেন। বিগত বছরগুলোতে ব্যক্তি পর্যায়ে মো. জামিল ইকবাল সাত বার সিলেট অঞ্চলের সেরা করদাতা সম্মাননা পেয়েছিলেন।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র সচিব (অভ্যন্তরীণ সম্পদ বিভাগ) আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোহাম্মদ জাহেদ ইকবাল জানান, ব্যবসা শুরুর সাথে সাথে আয়করদাতা হিসেবে রেজিস্ট্রেশন করি। ব্যবসায় যত এগিয়েছে কর দেওয়া ততই বাড়িয়েছি। বিগত বছরগুলোতে আমরা সাত বার সিলেট অঞ্চলের সেরা করদাতা হিসেবে সম্মাননা পেয়েছি। এবারও জাতীয় পর্যায়ে দ্বিতীয় সর্বোচ্চ করদাতা নির্বাচিত হওয়ায় দেশের একজন সুনাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করছি। আমরা সবাই যদি সঠিকভাবে কর প্রদান করি তাহলে আমাদের দেশ উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বে অবস্থান আরো মজবুত করবে।
সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার আকাখাজনা (বড়বাড়ি) নিবাসী মরহুম আশহাক আহমেদ ও হবিবুন্নেছা চৌধুরীর পুত্র মোহাম্মদ জামিল ইকবাল ও মোহাম্মদ জাহেদ ইকবাল দীর্ঘদিন থেকে সারাদেশে নির্মাণশিল্প ব্যবসা পরিচালনা করে আসছেন।
বর্তমানে মেসার্স মো. জামিল ইকবাল কোম্পানিতে প্রায় সাত হাজার কর্মী কর্মরত আছেন। নির্মাণশিল্প ব্যবসার পাশাপাশি মো. জাহেদ ইকবাল এনআরবি ব্যাংক লিমিটেড-এর পরিচালক এবং কনস্ট্রাকশন মেশিনারিজ আমদানিকারক।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech