প্রকাশিত: ১:১৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৪
দিরাই প্রতিনিধি :: হাওর রক্ষা বাঁধ মেরামতে পিআইসি (প্রকল্প) গঠনে অনিয়ম ও বাঁধের কাজ শুরু না হওয়ার প্রতিবাদে হাওর বাঁচাও আন্দোলন দিরাই উপজেলা কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে দিরাই পৌরশহরের থানা রোডের প্রেসক্লাব কার্যালয়ের সামনে সংগঠনের সহসভাপতি দিরাই কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী নুরুল আজিজ চৌধুরী, সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম সরদার খেজুর, উপজেলা কমিটির সহসভাপতি শাহিনুর রহমান, অর্থসম্পাদক প্রশান্ত সাগর দাস, আইন বিষয়ক সম্পাদক ইমদাদ সরদার, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা সুজনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, ফয়সাল আহমেদ চৌধুরী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পিআইসি গঠনে অনেক এলাকায় প্রকৃত কৃষকদের বাদ দিয়ে তাদের পছন্দের লোক দিয়ে কমিটি গঠন করা হয়েছে, যা খুবই দুঃখ জনক, এছাড়া সরকারের বেধেঁ দেওয়া সময় এক মাস অতিবাহিত হলেও অধিকাংশ বাঁধের কাজ শুরুই হয়নি।
বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, যদি সময় মতো বাঁধ মেরামতের কাজ শেষ না হয় তাহলে এলাকার সর্বস্তরের জনগণ নিয়ে আমরা বৃহৎ আন্দোলনের ডাক দেবো।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech