প্রকাশিত: ১:৩৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৪
দিরাই প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাইয়ের রাস্তাঘাটের বেহাল অবস্থা দেখে হতাশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
রবিবার দুপুরে সুনামগঞ্জের দিরাই নগদীপুর বাজারে এক নাগরিক সংবর্ধনায় সংবর্ধিত অতিথির বক্তব্যে দিরাই উপজেলাসহ অনুন্নত হাওরের রাস্তাঘাট নিয়ে সালমান এফ রহমান বলেন, দিরাইয়ে এসে রাস্তাঘাটের কথা শুনে আমি অবাক হয়েছি। আমরা যেখানেই যাই কেউ এসে রাস্তাঘাটের কথা বলে না। মানুষ এসে বলে স্কুল-কলেজ, ইউনিভার্সিটি, অর্থনৈতিক বিশেষ জোন স্থাপনের দাবি আমরা পাই। রাস্তাঘাটতো সব এলাকায় হয়ে গেছে। এখানে জেলা প্রশাসকের কাছ থেকে রাস্তাঘাট সম্পর্কে জেনেছি। তিনি বলেছেন, এসব এলাকার রাস্তাঘাট এখনো অনুন্নত রয়েছে।
তিনি বলেন, এখানে প্রয়াত সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন। এখানে তার স্ত্রী জয়া সেন সংসদ সদস্যের দায়িত্ব পালন করছেন। তিনি শারীরিকভাবে অসুস্থ। রাস্তাঘাট খারাপ থাকার এটিও কারণ হতে পারে। তিনি আরও বলেন, হাওরের উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ প্রকল্প গ্রহণ করেছেন। হাওরের রাস্তাঘাট হয়ে যাবে। আমি ঢাকায় গিয়ে প্রধানমন্ত্রীকে বলব। আশা করি তিনি হাওরের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
জাতীয় নির্বাচন সম্পর্কে সালমান এফ রহমান বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু হয়েছে। তাই রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে অভিনন্দন জানিয়েছেন। যারা বলেছিল তফসিলের পরে নির্বাচন হবে। নির্বাচন হলে সরকার বেশিদিন টিকবে না, এসব কথা গুজব। এখন আমাদের সরকার চলে এসেছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের অর্থনীতির প্রবৃদ্ধি এগিয়ে নিয়ে যাওয়া হবে।
রমজানে দ্রব্যমূল্য দায়িত্ব নেয়া সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা হবে। অর্থনৈতিক কোনো সংকট দেখা দেবে না। তিনি বলেন, ‘আমরা একটি ভালো সরকার পেয়েছি। এখন আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে হবে। কোভিড, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখন গাজা যুদ্ধের কারণে আমাদের অর্থনৈতিক অবস্থা কিছুটা মন্দা, এখন এসবের প্রভাব মুক্ত করতে হবে। অর্থনৈতিক কয়েকটি বিষয়ে নতুন করে সংস্কার করা হবে।’
সালমান এফ রহমান বলেন, ‘অর্থনীতি সঠিক অবস্থায় চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবো। বাংলাদেশ কোনো অর্থনৈতিক সংকটে পড়বে না। আমাদের অর্থনৈতিক শক্তি হলো কৃষিখাত, সেটা এখনও সঠিক অবস্থায় আছে। কৃষিতে আমাদের বাম্পার ফলন হয়েছে। এটা আমাদের জন্য একটি বিরাট সম্পদ। পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল বাংলাদেশে রপ্তানি করবে ভারত। দুই দেশের বাণিজ্যমন্ত্রী এসব বিষয় নিয়ে কথা বলেছেন। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ভারত বাংলাদেশে পণ্য রপ্তানি করে। রমজানে বিদেশ থেকে পণ্য আমদানি করা হবে। ভোগ্যপণ্যের কোনও সংকট হবে না। রমজান মাসে পণ্যের দাম বাড়বে না।’
প্রধানমন্ত্রী উপদেষ্টা আরও বলেন, ‘ভারত বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্য রফতানি করবে। সরকার টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি করবে।’
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সংসদ সদস্য এ কে আব্দুল মোমেন, সংসদ সদস্য হাবিবুর রহমান, ফেরদৌস আহমদ। এ সময় উপস্থিত ছিলেন বৃটিশমন্ত্রী পল স্টুয়ার্ট স্কুলি, বৃটিশ এমপি নীল এলান জন কলি, এণ্ডু হাওয়ার্ড ওয়েস্টার্ন, বীরেন্দ্র কুমার শর্মা, ডোমেনিক হেনরী, জিও মফিড, ইভেলিনা রুডাসলা ভবা, এনিয়া লিয়েভা, জিল্লুর রহমান এমবি, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান খোন্দকার, দিরাই থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী প্রমুখ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech