প্রকাশিত: ৪:২৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
ডায়াল সিলেট ডেস্ক :: ক্ষমতাসীন দল, দলীয় নেতা-কর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠান অপকর্মের ঢাল হিসেবে উন্নয়ন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বানে এবং দ্রব্যমূল্য বৃদ্ধি, ব্যাংক ডাকাতি, অর্থ পাচারের হোতাদের বিচার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্রনেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।
জলি তালুকদার বলেন, ‘লুটপাট-হত্যা-ধর্ষণ ইত্যাদি অপকর্মের ঢাল হিসেবে কখনো উন্নয়ন, কখনো বঙ্গবন্ধু, আবার কখনো মুক্তিযুদ্ধের কথা বলা হচ্ছে। ক্ষমতাসীনেরা এভাবে নিজেদের অপরাধ আড়াল করার অপরাজনীতি চালিয়ে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘ক্ষমতাসীন সরকার দ্রব্যমূল্য বৃদ্ধির হোতা, একচেটিয়া গোষ্ঠী, ব্যাংক ডাকাত, লুটেরা, মাফিয়া ও বিদেশে অর্থ পাচারকারীদের পৃষ্ঠপোষক। অন্যদিকে ধর্ষণের মতো লোমহর্ষক ঘটনায় প্রতিবাদকারীদের দমন করতে সিদ্ধহস্ত।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে বহিষ্কার প্রসঙ্গে সিপিবির এই নেতা বলেন, ‘প্রশাসন রাষ্ট্রের ক্ষমতা, কেন্দ্রের চরিত্রকে অনুকরণ করে ধর্ষণবিরোধী আন্দোলন দমনের হাতিয়ার হিসেবে বঙ্গবন্ধুকে ব্যবহার করছে।’
সমাবেশে সভাপতির বক্তব্যে দলের ঢাকা মহানগর দক্ষিণের সম্পাদকমণ্ডলীর সদস্য আক্তার হোসেন বলেন, ‘রমজান মাস সামনে বাজার সিন্ডিকেটের হোতারা জিনিসপত্রের মূল্যবৃদ্ধি শুরু করেছে। সরকার মূল্যবৃদ্ধির পৃষ্ঠপোষক হিসেবে ভূমিকা পালন করছে। জরুরি ওষুধ, শিশুখাদ্য, ভোজ্যতেল, আমিষ এমনকি অতি সাধারণ শাক-সবজির বাজার পরিকল্পিতভাবে গুটি কয়েক গোষ্ঠীর হাতে জিম্মি করা হয়েছে।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন দলের ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য মঞ্জুর মঈন, জেলা কমিটির সদস্য আব্দুল কুদ্দুস প্রমুখ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech