প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
গণতন্ত্র মঞ্চের কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়াকে নিষ্ঠুরতার বহিঃপ্রকাশ বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাতে এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, দখলদার আওয়ামী শাসকগোষ্ঠী মানুষের ভোটের অধিকার ও গণতান্ত্রিক অধিকারগুলো ক্ষুণ্ন করে জনগণসহ বিরোধীদলগুলোর ওপর আরও তীব্র মাত্রায় দমনপীড়ন চালাচ্ছে। আজকে আরও একটি নির্মম বহিঃপ্রকাশ ঘটলো গণতন্ত্র মঞ্চের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশের বর্বরোচিত হামলা। গণতন্ত্র মঞ্চের নেতা জোনায়েদ সাকিসহ ৫০ জনের বেশি নেতাকর্মীকে আহত করা হয়।
তিনি আরও বলেন, আমি এমন হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং গ্রেফতারদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করছি।
বিএনপি মহাসচিব আহত জোনায়েদ সাকিসহ নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এর আগে বুধবার দুপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থপাচারের প্রতিবাদে সচিবালয় অভিমুখে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিল হয়। এসময় জিরো পয়েন্টের কাছে পুলিশের লাঠিপেটায় পণ্ড হয় যায় কর্মসূচি।
লাঠিপেটায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech