প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২৪
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহতের অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরেকজন।
রবিবার (১৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম (১৩) উপজেলার কর্মধা ইউনিয়নের মুড়ইছড়া বস্তির আছকির মিয়ার ছেলে। আহত হয়েছেন ওই গ্রামের মৃত সাদই মিয়ার ছেলে ছিদ্দিক (৩৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে সাদ্দাম নিজের পালিত দুটি গরু আনতে পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া সীমান্তে যায়। এ সময় ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলার মাগুরউলি এলাকায় বিএসএফের একটি টহল দল তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই সাদ্দাম মারা যায়। একই সময়ে হাতে পায়ে গুলিবিদ্ধ হন ছিদ্দিকও।
বিএসএফের গুলিতে কিশোর নিহতের বিষয়টি নিশ্চিত করে আলীনগর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার হরি জীবন বলেন, ‘এ বিষয়ে পরে কথা বলবো। এখন বিএসএফের সঙ্গে আছি।’
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech