নিউইয়র্ক মহানগর বিএনপির সভাপতি খোকন ও সাধারণ সম্পাদক ফয়েজ

প্রকাশিত: ৭:৪১ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৪

নিউইয়র্ক মহানগর বিএনপির সভাপতি খোকন ও সাধারণ সম্পাদক ফয়েজ

ডায়ালসিলেট ডেস্ক :: নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সভাপতি হিসেবে আহবাব চৌধুরী খোকন ও সাধারণ সম্পাদক হিসেবে ফয়েজ চৌধুরী নির্বাচিত হয়েছেন।

 

গত ২২শে এপ্রিল নিউইয়র্কেও একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের গোপন ভোটে তাঁরা এই দুটি পদে নির্বাচিত হয়েছেন । লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমদ ও আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন ভার্চুয়ালি এই নির্বাচন অবলোকন করেছেন।

 

এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ড. নুরুল আমিন মিয়া পলাশ এবং নির্বাচন কমিশনার ছিলেন মোহাম্মদ জাফর তালুকদার, বাচ্চু মিয়া এবং আ ফ ম মাহবুবুল হক ।

 

নির্বাচনে সভাপতি পদে আহবাব চৌধুরী ও ইমরান শাহ রন ও সাধারণ সম্পাদক পদে ফয়েজ চৌধুরী ও সৈয়দ গৌছুল হোসেন এবং কামরুল হাসান প্রতিদ্বন্দীতা করেন। এতে সভাপতি হিসেবে আহবাব চৌধুরী খোকন এবং সাধারণ সম্পাদক হিসেবে ফয়েজ চৌধুরী নির্বাচিত হন। সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হন কাজী আমিনুল ইসনাম স্বপন (ঢাকা), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আনোয়ার জাহিদ এবং সাংগঠনিক সম্পাদক শাহিন চৌধুরী ।

উল্লেখ্য সভাপতি আহবাব চৌধুরীর গ্রামের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ এবং ফয়েজ চৌধুরীর গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ। তারা দুজনই সিলেটে রাজনীতির সাথে জড়িত ছিলেন।

0Shares