জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, মে ৬, ২০২৪

জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ

 

ডায়ালসিলেট ডেস্ক :: জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতেছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলো বাংলাদেশের টাইগাররা।

পঞ্চম উইকেটে ২৯ বলে অবিচ্ছিন্ন ৪৯ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন মাহমুদউল্লাহ ও হৃদয়। ২৫ বলে ৩৭ রানে ২ ছক্কা ও ৩ চারে অপরাজিত ছিলেন হৃদয়। তার জুটি হিসেবে থাকা ১ ছক্কা ও ২ চারে ১৬ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ।

এর আগে জিম্বাবুয়ের ১৩৮ রান তাড়া করতে নেমে বাংলাদেশ ৫.১ ওভারে ৩৪ রান তুলেছে। এরপর বৃষ্টি নামায় খেলা বন্ধ রয়েছে। ১৩৮ রানে থামলো জিম্বাবুয়ের ইনিংস । ৪২ রানে ৫ উইকেট হারানোর পর জনাথন ক্যাম্পবেল ও বেনেটের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৩৮ রান করেছে জিম্বাবুয়ে।

বেনেট ৪৪ ও ক্যাম্পবেল করেন ৪৫ রান। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন। জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা উড়িয়ে মারতে গিয়েছিলেন রিশাদ হোসেনকে। ব্যাটে-বলে ঠিকঠাক কানেক্ট হয়নি, দৌড়ে এসে ক্যাচ ধরেন লিটন কুমার দাস। ৩৬ রানে ৩ উইকেট হারালো জিম্বাবুয়ে।

প্রথম টি–টোয়েন্টির ম্যাচসেরা তাসকিন আহমেদকে চতুর্থ ওভারে আক্রমণে এসেই উইকেটের দেখা পান।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ