ব্রাজিলের দক্ষিণাঞ্চলে বন্যা এবং ভূমিধসে প্রায় ৭০ হাজার বাসিন্দা ঘরছাড়া

প্রকাশিত: ৭:২৭ পূর্বাহ্ণ, মে ৬, ২০২৪

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে বন্যা এবং ভূমিধসে প্রায় ৭০ হাজার বাসিন্দা ঘরছাড়া

 

 

 

ডায়ালসিলেট ডেস্ক ::  ব্রাজিলের দক্ষিণাঞ্চলে প্রবল ঝড় ও বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা এবং ভূমিধসে প্রায় ৭০ হাজার বাসিন্দা বসতবাড়ি ছেড়েছে । এতে ব্যাপক পরিমানে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন দক্ষিণ আমেরিকার এ দেশটির দক্ষিণাঞ্চলের মানুষ।

 

 

রোববার ব্রাজিলের প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, প্রবল ঘূর্ণিঝড় এবং বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির প্রধান শহর পোর্তো আলেগ্রে। এ খবর দিয়েছে ফ্রি মালয়েশিয়া টুডে।

 

 

খবরে বলা হয়েছে, এই বন্যায় এ পর্যন্ত অন্তত ৫৭ জনের প্রাণহানীর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন আরো ৭৪ জন। প্রতিরক্ষা সংস্থার তথ্যমতে এখনো নিখোঁজ আছেন ৬৭ জনের মত। ভারী বন্যার ফলে একটি গ্যাস কেন্দ্র ফেটে যাওয়ায় আরো দুইজনের প্রাণহানি ঘটেছে বলেও দাবি করেছে বার্তা সংস্থা এএফপি।

 

 

বন্যার পানিতে তলিয়ে গেছে রিও গ্রান্দে ও পোর্তো আলেগ্রে শহর। ডুবে যাওয়া এলাকা থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে। এছাড়া এ বন্যায় ব্যাপক অর্থনৈতিক ক্ষয়ক্ষতির আশঙ্কাও রয়েছে।

 

 

এর আগে গত বছরে এক ঘূর্ণিঝড়ে দেশটিতে কমপক্ষে ৩১ জনের মৃত্যুর ঘটনা ঘটে। সম্প্রতি দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেম ব্রাজিল চরম আবহাওয়াজনিত কারণে বেশ দুর্যোগের মুখোমুখি হয়েছে।

 

 

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ