কয়েকদিনের মধ্যেই চাঁদের দক্ষিণ মেরুর প্রান্তে অবতরণ করবে চীনা চন্দ্রযান

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, মে ৯, ২০২৪

কয়েকদিনের মধ্যেই চাঁদের দক্ষিণ মেরুর প্রান্তে অবতরণ করবে চীনা চন্দ্রযান

 

 

 

ডায়ালসিলেট ডেস্ক :: আর কয়েকদিনের মধ্যেই চাঁদের দক্ষিণ মেরুর প্রান্তে অবতরণ করবে চীনা চন্দ্রযান। সেই অপেক্ষায় রয়েছে বেইজিং। সেখান থেকে চাঁদের বিশেষ মাটি এবং পাথরের নমুনা তুলে পৃথিবীতে নিয়ে আসার কথা চ্যাং-৬ এর।

 

 

গতকাল বুধবার চ্যাং-৬-এ ‘ব্রেকিং বার্ন’ প্রযুক্তির ব্যবহার করা হয়েছিল। তার মাধ্যমেই চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে চীনের চন্দ্রযান। যানটির গতি কমিয়ে চাঁদের টানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলা হয়েছিল। ফলে চাঁদের মাধ্যাকর্ষণ বল টেনে নেয় চ্যাং-৬কে। কিন্তু এর পাশাপাশি চাঁদের অদূরে একটি গোপন রোভার স্থাপন করেছে বেইজিং।

 

 

বিষয়টি পর্যবেক্ষকরা রহস্যময় মহাকাশযানটিকে একটি ল্যান্ডারের পাশে দেখেছিলেন যা পরের মাসে চাঁদে নামতে চলেছে। এবিষয়ে রোমিং রোবটের উদ্দেশ্য অজানা রয়ে গেছে। চায়না একাডেমি অব স্পেস টেকনোলজি (CAST) সফলভাবে একটি স্বায়ত্তশাসিত লং মার্চ ৫ রকেট মহাকাশে উৎক্ষেপণ করেছিল। এটি ছিল দেশের চ্যাং’ই-৬ মিশনের প্রথম পদক্ষেপ, যার লক্ষ্য ছিল চাঁদের অপর পৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহ করা এবং সেগুলো আবার পৃথিবীতে নিয়ে আসা।

 

 

রকেটের প্রধান পেলোড হলো একটি চন্দ্র ল্যান্ডার, যা জুনের প্রথম দিকে পৃথিবীর বৃহত্তম উপগ্রহে স্পর্শ করবে বলে আশা করা যাচ্ছে। মহাকাশযানটি পৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহ করবে তারপর একটি রিটার্ন মডিউলে সেগুলোকে পৃথিবীতে ফিরিয়ে আনবে।

 

 

চ্যাং’ই-৫ মিশনের অধীনে ২০২০ সালে চাঁদে একটি মহাকাশযান অবতরণ করিয়েছিল চীন এবং বেশ কয়েক মাস পরে সফলভাবে চন্দ্রের নমুনা পৃথিবীতে ফিরিয়ে এনেছিল।

 

 

উৎক্ষেপণের আগে চ্যাং-৬ মিশন সম্পর্কে খুব কমই জানা ছিল। স্পেসনিউজ জানিয়েছে, এটি ছাড়া চ্যাং-৬ ফ্রান্স, সুইডেন, ইতালি এবং পাকিস্তান থেকে চাঁদে অপ্রকাশিত পেলোড বহন করবে।

 

সফল উৎক্ষেপণের পরে, CAST ল্যান্ডারের নতুন ছবি প্রকাশ করেছে এবং লোকেরা দ্রুত একটি ছোট ধূসর বস্তু লক্ষ্য করেছে যেটি ল্যান্ডারের পাশে আটকে আছে।

 

চীনের মহাকাশ কর্মসূচি ঘনিষ্ঠভাবে অনুসরণ করেন, সোশ্যাল প্ল্যাটফর্ম X-এ একটি পোস্টে লিখেছেন- ‘চ্যাং-৬ ল্যান্ডারের পাশে একটি মিনি রোভারের মতো বস্তু দেখা গেছে, যা পূর্বে তা অপ্রকাশিত বলে ছিল।

সূত্র: লাইভ সায়েন্স

 

 

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ