যুদ্ধবিরতির প্রস্তাবে নেতানিয়াহু সরকার নিরীহ জনগণের ওপর হামলা চালিয়ে যাচ্ছে

প্রকাশিত: ৮:০৬ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২৪

যুদ্ধবিরতির প্রস্তাবে নেতানিয়াহু সরকার  নিরীহ জনগণের ওপর হামলা চালিয়ে যাচ্ছে

 

ডায়ালসিলেট ডেস্ক :: ইসরায়েলকে গাজায় যুদ্ধবিরতি কার্যকরে যথেষ্ট চাপ দিচ্ছে না যুক্তরাষ্ট্র ও ইউরোপ এমন অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

 

 

রোববার (১২ মে) ইস্তাম্বুলে ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনায় তিনি একথা বলেন।

তিনি বলেন, যুদ্ধ বন্ধ হোক, তা কখনোই চায়নি ইসরায়েল। সেজন্য হামাস যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আপোষ ও ইতিবাচক সাড়া দেয়ার পরও হামলা চালিয়ে যাচ্ছে তারা। হত্যা করছে সাধারণ নিরীহ মানুষকে।

 

 

যুদ্ধবিরতির প্রস্তাবে নেতানিয়াহু সরকারের প্রতিক্রিয়া ছিল রাফার নিরীহ জনগণের ওপর হামলা। এমন আচরণের পরও কঠোর কোনো পদক্ষেপ কি তারা দেখেছে না। ইউরোপ বা আমেরিকা কেউই কোনো প্রতিক্রিয়া দেখায়নি, যা যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের ওপর চাপ তৈরি করতে পারে। তারা তেল আবিবের প্রতি নিঃশর্ত সমর্থন দিয়ে যাচ্ছে।

 

 

উল্লেখ্য, ইসরায়েলের বিরুদ্ধে একাধিকবার গণহত্যার অভিযোগ তুলেছেন এরদোগান। আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) তেল আবিব বিরোধী মামলায় অংশ নেয়ার পাশাপাশি বাণিজ্যিক সম্পর্কও ছিন্ন করেন তুরস্ক দেশটি।

 

 

 

0Shares