প্রকাশিত: ৬:৪৯ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২৪
ডায়ালসিলেট ডেস্ক :: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জমজ দুই বোনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে এক ছাত্রলীগ নেতা।
শুক্রবার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে পাবনা চাটমোহরে উপজেলার উথুলি খামারপাড়া গ্রাম এ ঘটনা ঘটে। আহত দুই বোন হলেন মিম (২০) ও লাম (২০)। তারা পৌর সদরের আরাজি উথুলী খামারপাড়া মহল্লার রেজাউল করিম রিজুর মেয়ে।
অভিযুক্ত ছাত্রলীগ নেতা একই এলাকার রফিকুল ইসলামের ছেলে আলিফ ইয়ামান পায়েল (২২)। সে চাটমোহর পৌর ছাত্রলীগের সভাপতি।এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন আহত দুই বোনের বাবা রেজাউল করিম।
লিখিত অভিযোগে জানান , ঘটনার সময় বাড়ির পাশে কদম গাছের ডাল কাটছিলেন ছাত্রলীগ নেতা পায়েল। এ সময় প্রতিবেশী রেজাউল করিমের মেয়ে লাম তাকে গিয়ে বলে গাছ কাটার সময় তাদের কলা গাছ যেন নষ্ট না হয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ছাত্রলীগ নেতা পায়েল হাতুড়ি দিয়ে লামকে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় তার জমজ বোন মিম এগিয়ে আসলে তাকেও হাতুড়ি দিয়ে মারধর করে। ঘটনাস্থলে পায়েল ও তার বাবা-মা সেখানে উপস্থিত ছিল পায়েল এর সাথে তার বাবা-মাসহ মিলে জমজ দুই বোনকে বেধড়ক মারধর করে। পরে দুই বোনের চিৎকার শুনে তার পরিবারের লোকজন গিয়ে এলাকাবাসীর সহায়তায় দুবোনকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
চাটমোহর উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির হিমু গণমাধ্যমকে জানান, বিষয়টি আমি শুনেছি। এটি অত্যন্ত নিন্দনীয় কাজ হয়েছে। যদি সে দোষী সাব্যস্ত হয়, আমি তার বিরুদ্ধে শাস্তির দাবি জানাই। যেহেতু ছাত্রলীগের কমিটি জেলা ছাত্রলীগের নিয়ন্ত্রণে। সে কারণে জেলা ছাত্রলীগ এই বিষয়টি দেখবে।
এ বিষয়ে চাটনোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech