প্রকাশিত: ৭:২১ পূর্বাহ্ণ, মে ২২, ২০২৪
ডায়ালসিলেট ডেস্ক :: ইতালির দক্ষিণাঞ্চলীয় নেপলসের এলাকায় অনেকগুলো ভূমিকম্পের পর বাড়িঘর খালি করা হয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ও রাতে ১৬০টিরও বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। অনেক স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। সবচেয়ে শক্তিশালী ৪.৪ মাত্রার কম্পনটি পোজুলি শহরের কাছে স্থানীয় সময় রাত ৮টার কাছাকাছি হয়। ইতালির ভূপদার্থবিদ্যা ও আগ্নেয়গিরির জাতীয় ইনস্টিটিউট আইএনজিভি বলেছে, এটি এ অঞ্চলে ৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
ভূমিকম্পের পর পোজুলিতে শতাধিক তাঁবু তৈরি করা হয়। অনেকে রাস্তায় সারারাত কাটান। আবার কেউ কেউ আত্মীয়দের কাছে আশ্রয় নেন। স্থানীয় গণমাধ্যম জানা যায়, গত কয়েক মাসে যে নিম্নস্তরের ভূমিকম্প হয়েছে তার কারণে বেশ কয়েকটি পরিবার পুরোপুরি এলাকা ছেড়ে যাওয়ার কথা ভাবছে। তবে তারা কখনো এত শক্তিশালী ভূমিকম্প অনুভব করেনি।
ভবিষ্যতে ‘আরো গুরুতর ভূমিকম্প হতে পারে’ বলে সতর্ক করে মেয়র মানফ্রেদি বলেছেন, কর্মকর্তাদের ‘এই জরুরি পরিস্থিতি পরিচালনা করতে হবে, যার সঙ্গে আমাদের কয়েক মাস বেঁচে থাকতে হবে’।
এক বিবৃতিতে তিনি আরো বলেন, ‘আমি মানুষকে ভয় না করতে বলতে পারি না। কারণ এটি স্বাভাবিক। তবে আমি নেপোলিটানদের বলতে পারি, আমরা (পরিস্থিতি) মনোযোগ দিচ্ছি ও বিষয়টির কারষ পর্যবেক্ষণ করে দেখছি।
এর আগে কখনো অঞ্চলটিকে এত নিবিড়ভাবে দেখা হয়নি, তাই আসুন আমরা যতটা সম্ভব স্বাভাবিকভাবে বেঁচে থাকার চেষ্টা করি। আমরা নিজেদের প্রতি যেন মনোবল না হারাই।
সূত্র : বিবিসি
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech