বাংলা ভাষার মর্যাদা রক্ষায় শিলচরের ১১ তরুণের আত্মত্যাগ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে

প্রকাশিত: ৭:২৫ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২৪

বাংলা ভাষার মর্যাদা রক্ষায় শিলচরের ১১ তরুণের আত্মত্যাগ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে

ডায়ালসিলেট ডেস্ক :: বাংলা ভাষার মর্যাদা রক্ষায় ভারতে শিলচরের ১১ তরুণ-তরুণীর আত্মত্যাগ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ১৯৫২’র ২১ ফেব্রুয়ারির প্রায় দশ বছর পরে সংঘটিত এ ঘটনায় নিহত ১১ জনের মধ্যে ৭ জনই ছিলেন সিলেট অঞ্চলের মানুষ। সকল স্তরে বাংলা ভাষার প্রচলনের মাধ্যমেই ভাষা শহিদদের প্রতি যথার্থ সম্মান প্রদর্শন সম্ভব।

 

 

১৯৬১ সালের ১৯ মে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ভারতের শিলচরে শহিদ ১১ জনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সাইক্লোন আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে মেট্রোপলিটন ল কলেজের অধ্যক্ষ ড. এম. শহিদুল ইসলাম এ কথা বলেন।

 

 

নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে গত সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত সাইক্লোন কেন্দ্রীয় সংসদের ২৮২ তম সাহিত্য আসরে ‘১৯ মে: বাংলাভাষীদের গৌরবের একটি দিন’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাইক্লোনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলী।

 

 

 

সাইক্লোনের সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বীথির পরিচালনায় অনুষ্ঠিত সভায় আলোচনা অংশ নেন, কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু, গবেষক মোশতাক চৌধুরী, দৈনিক সিলেট বাণীর সহ-সম্পাদক লুৎফুর রহমান তোফায়েল এবং স্বাগত বক্তব্য রাখেন ভ্রমণকাহিনি লেখক মোয়াজ আফসার। অনুষ্ঠানের শুরুতে মূল প্রবন্ধ পাঠ করেন গবেষক গল্পকার সেলিম আউয়াল এবং স্বরচিত লেখা পাঠ করেন সিলেট মেডিক্যাল ইউনিভার্সিটির প্রিভেনটিভ এন্ড সোশ্যাল মেডিসিন-এর ডিন প্রফেসর ডা. মো. আবদুল মজিদ।

 

 

ছড়াকার আবু যর মাহতাবীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সাহিত্য আসরে অন্যান্যের মধ্যে লেখাপাঠে অংশ নেন প্রবীণ কবি মুক্তার আহমদ, ছড়াকার ছয়ফুল আলম পারুল, কবির আশরাফ, জুবের আহমদ সার্জন, মোহাম্মদ শরীফ আহমদ, মকসুদ আহমদ লাল ও কুবাদ বখত চৌধুরী রুবেল প্রমুখ।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রভাষক বিমান বিহারী বিশ্বাস।

 

 

 

0Shares